তারেক রহমানের নির্দেশে জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে রিজভী
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৩:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজবাড়ীর পাচুরিয়ার জন্মান্ধ গফুর মল্লিকের সঙ্গে দেখা করতে রাজবাড়ী পৌঁছেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে তিনি তার সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রাজবাড়ী এসে পৌঁছান। এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ গফুর মল্লিক (৭৮)। অন্ধ চোখে আলোর দেখা না পেলেও, অদম্য মনোবলে তিনি প্রতিদিন ট্রেনে চড়ে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
জন্মান্ধ গফুর মল্লিকের একমুঠো নাড়ুর গল্প যেন হৃদয় ছুঁয়ে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
এই সংগ্রামী মানুষটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে “জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে তার মানবিক আবেদন পৌঁছে যায় লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কাছে।
ঘটনাটি তার নজরে আসার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় গফুর মল্লিকের বাড়িতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজবাড়ী এসেছেন।
রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল বলেন, ৮০ বছর বয়সেও গফুর মোল্লা খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রেনে নাড়ু বিক্রি করে সংসার চালান। তার এই সংগ্রামী জীবনের গল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় তিনি গফুর মল্লিকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় আজ একটি প্রতিনিধি দল রাজবাড়ী এসেছেন।
আমার বার্তা/জেএইচ
