মুক্তিযুদ্ধে বাবার ভূমিকা পরিস্কার করলেন মির্জা ফখরুল

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৯:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর : ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রয়াত পিতা মির্জা রুহুল আমিনের বিরুদ্ধে গুজব ও মিথ্যাচার ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 

সোমবার (১০ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই বিষয়ে বিস্তারিত লিখেন।

মির্জা ফখরুল তার পোস্টে উল্লেখ করেন, আমার আব্বা মরহুম মির্জা রুহুল আমিন ১৯৭১ সালের মার্চের ২৭ তারিখে আমার নানাবাড়ি যান আমার দুই বোন এবং মাকে নিয়ে। তারপর এপ্রিলে চলে যান ভারতের ইসলামপুরে। রিফিউজি ক্যাম্পে ছিলেন যুদ্ধের প্রায় পুরোটা সময়।

তিনি আরও লিখেন, ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও স্বাধীন হওয়ার পর আমার বাবা সেখানে ফিরে আসেন। তখন দেখেন সব লুট হয়ে গেছে। অর্থাভাবে তার মা তাঁর গয়না বিক্রি করে দেন। আমি যোগ দেই অর্থনীতি শিক্ষকতায়। প্রথম বেতন তুলে দেই আম্মার হাতে।

বিএনপি মহাসচিব দাবি করেন, গত ৫৪ বছরে আমার বাবার নামে কোথাও কোনো মামলা হয়নি। ঠাকুরগাঁও জেলার যা কিছু আধুনিক এর শুরু আমার বাবার হাতে। এই জেলার প্রতিটি সৎ মানুষ জানে আমার বাবার কথা।

তিনি অভিযোগ তোলেন, আমার বাবা সম্বন্ধে মিথ্যাচার শুরু হয় গত আওয়ামী রেজিমে। এবং দুঃখজনকভাবে গত এক বছর ধরে একটি গোষ্ঠী যারা নিজেদের জুলাই আন্দোলনের অংশীদার মনে করে, তারাও এই মিথ্যাচারে অংশ নিচ্ছেন।

মির্জা ফখরুল তার পোস্টের শেষাংশে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব, নতুন প্রজন্মের বাংলাদেশে মিথ্যার চাষ আমাদের ছেলে-মেয়েরা করবে না। এরা সত্যের পথে থাকবে, প্রতিদ্বন্দ্বিতা করবে মেধা, বুদ্ধিমত্তা, সততা আর পলিসি দিয়ে।


আমার বার্তা/এমই