শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৪:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার

শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানায় জামায়াত। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে বলেই মনে করে জামায়াত।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। সারাদেশে আট দলের নেতাকর্মীরা সব নাশকতার বিরুদ্ধে রাজপথে সরব আছে।’ রাজধানীর ১৪টি পয়েন্টে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আওয়ামী নাশকতার হাত থেকে জনগণকে নিরাপদ রেখেছে।’

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব। এক্ষেত্রে তাদেরকে উদার হতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি আহ্বান জানাই।

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরেই গণভোট হলে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেও জানান তিনি। গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে বলেও মন্তব্য করেন এ জামায়াত নেতা।


আমার বার্তা/এমই