বিএনপি চেয়ারপারসন সেনাকুঞ্জে

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৭:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর সেনাকুঞ্জ আজ বিকেলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপস্থিতিতে সরব হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে সরাসরি সেনাকুঞ্জে পৌঁছেন।

বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং বিমান বাহিনী প্রধান। আনুষ্ঠানিক এই স্বাগত জানানোর মধ্য দিয়ে তাঁর সফরসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের প্রধান প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, মিসেস নাসরিন সাঈদ ইস্কান্দার এবং সৈয়দা শামিলা রহমান। বিএনপির আরও সিনিয়র নেতারাও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপস্থিতি এবছরই নয়, গত বছরও তিনি একইভাবে অংশ নিয়েছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ব্যক্তিত্ব, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।