রাজধানীর পল্লবীতে আমিনুল হকের সমর্থনে বিএনপির গণমিছিল
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৯:৫০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

ঢাকা–১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের সমর্থনে রাজধানীর পল্লবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এ মিছিলের আয়োজন করে।
মিছিলটি পল্লবী এভিনিউ ফাইভ নাভানার সামনে থেকে শুরু হয়ে বটতলা, প্যারিস রোড, ঝুটপট্টি ও হোপ স্কুল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অরিজিনাল দশে পপুলার হাসপাতালের সামনে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
মিছিলে উপস্থিত থেকে আমিনুল হক ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি বলেন, জনগণের সমর্থনেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা উপস্থিত নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিতে আহ্বান জানান তিনি।
আমার বার্তা/এমই
