বাংলাদেশ জাস্টিস পার্টির উদ্বেগ ও দাবি নিয়ে বিবৃতি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাস্টিস পার্টি। গতকাল এক যুক্ত বিবৃতিতে দলের চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন ও মহাসচিব অনক আলী হোসেন সাহেদী এসব মন্তব্য করেন।
বিবৃতিতে তারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বিভিন্ন দলের বেআইনি প্রচারণা ও প্রার্থী ঘোষণা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন, এবং এসবের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যর্থতা উদ্বেগজনক। তাদের অভিযোগ, শতাধিক নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বাতিল করে কমিশন সংবিধান প্রদত্ত রাজনৈতিক সংগঠনের স্বাধীনতা বাধাগ্রস্ত করছে এবং কিছু নির্বাচিত দলকে অনৈতিক সুবিধা দিচ্ছে।
তারা আরও বলেন, নির্বাচন কমিশন আমলানির্ভর একটি প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় রাজনৈতিক প্রতিনিধিত্ব, অভিজ্ঞতার ঘাটতি ও খামখেয়ালি আচরণ দেশের রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
অতিসম্প্রতি ঘন ঘন ভূমিকম্পে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে উল্লেখ করে জাস্টিস পার্টি জানায়, ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত জরুরি উদ্ধারকারী টিম গঠন এখন সময়ের দাবি, যা নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির চেয়েও অধিক জরুরি।
বিবৃতিতে ভারত ও মিয়ানমার সীমান্তে উত্তেজনা, রোহিঙ্গা সমস্যা, কুকিচিন ও আরাকান আর্মির কার্যক্রম মোকাবেলায় সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। একইসঙ্গে তারা ব্যাংকিং খাত ও অর্থনীতির ভঙ্গুর অবস্থা ঠিক না করে নির্বাচনী অস্থিরতায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
জাস্টিস পার্টি মনে করে, নির্বাচনের আগে সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও কালোবাজারি প্রতিরোধে সেনাবাহিনীর সহায়তা অত্যাবশ্যক।
এছাড়া তারা দাবি করেন, তফসিল ঘোষণার আগে সংস্কার প্রশ্নে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট গ্রহণ করা প্রয়োজন।
বিবৃতিতে দলটি জানায়, উপরোক্ত দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।
আমার বার্তা/এমই
