গণতান্ত্রিক যাত্রায় মবভায়োলেন্স সহায়ক নয়: মির্জা ফখরুল

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৭:২৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক যাত্রায় মবভায়োলেন্স সহায়ক নয়। তিনি বলেছেন, সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি করা উচিত নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন বাংলাদেশ গঠনে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে এসব বলেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ সময়ে রক্তচক্ষু উপেক্ষা করে সাংবাদিকদের সত্য প্রকাশ করতে হবে।

আয়োজনের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। ভিন্ন মত প্রকাশের স্বাধীনতাকে মূল্য দিতে হবে।

সাংবাদিকদের সাপ্তাহিক দু’দিন ছুটি, আর্থিক নিরাপত্তা ও সুরক্ষাসহ ৩৯ দফা দাবি তুলে ধরেন সাংবাদিক নেতারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই