খালেদা জিয়া-তারেককে নিয়ে এভারকেয়ারের সামনে গুজবের ছড়াছড়ি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নানা গুজব ছড়িয়ে পড়েছে।
এভারকেয়ার হাসপাতালের সামনে থাকা অনেকেই দাবি করছেন সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে রওনা দিয়েছেন। কেউ কেউ বলছেন, খালেদা জিয়া লাইফসাপোর্টে রয়েছেন। কেউ বলছেন, তার চিকিৎসা নিয়ে সংশ্লিষ্টরা মিথ্যা তথ্য দিচ্ছেন। কেউ আবার বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও শোচনীয় পর্যায়ে গেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সরেজমিনে এভারকেয়ার হাসপাতালের সামনে উৎসুক জনতা ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন গুজব শোনা যাচ্ছে।
তবে তারেক রহমান ফিরছেন কিনা, তা নিয়ে বিএনপি কোনো কিছুই এখনও জানায়নি। দলটির শীর্ষ নেতারা শুধু বলছেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব দ্রুত দেশে ফিরবেন। অন্তর্বর্তী সরকারের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমান এখনো কোনো ট্রাভেল পাস চাননি। যে কারণে তার ফেরার বিষয়টি এখনও ধোঁয়াশায় রয়েছে।
মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তারেক রহমান দেশের ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং তিনি ট্রাভেল পাসও চাননি। তবে তিনি পাস চাইলে দ্রুত সময়ের মধ্যে সেটি ইস্যু করা হবে এবং তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া, খালেদা জিয়া যদি দেশের বাইরে চিকিৎসা নিতে চান, সে ক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দল ও জিয়া পরিবারের।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী সিসিইউতে চিকিৎসা গ্রহণ করতে পারছেন, দল থেকে এ বিষয়টি স্পষ্ট করা হলেও তাকে নিয়ে গুজব ছড়িয়েই যাচ্ছে। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব গুজব নিয়ে ক্রমাগত আলোচনা চলছে। এ পরিস্থিতিতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, গুজবে কান দেবেন না। বিএনপি চেয়ারপারসন এভারকেয়ারে চিকিৎসা নিতে পারছেন। তার মেডিকেল বোর্ড সবধরনের চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাচ্ছে।
ডা. জাহিদ বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে বলেন, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আমরা আপনাদের আরও সহযোগিতা চাই। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং এই যাত্রায়ও আপোষহীন নেত্রী সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন।
আমার বার্তা/এমই
