ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর আউট, ধানের শীষের প্রার্থী কবীর আহমেদ

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। রোববার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তিনি চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন।

প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ হয়েছে এলাকায়। এবার এই আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা বিএনপির নেতাকর্মীরা কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

প্রথম দফায় মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ার পর গত বুধবার (১৯ নভেম্বর) আখাউড়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়। আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সরাসরি অংশগ্রহণ করেন এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে জেলা বিএনপির নেতাকর্মীরা কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার পক্ষে মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ ও চাপ সৃষ্টি করেন। এই আন্দোলনের প্রভাবই শেষ পর্যন্ত মনোনয়ন পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখে।


আমার বার্তা/এমই