মুছাব্বির হত্যায় ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে: সালাহউদ্দিন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৩:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাফিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার সময় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান নামে একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের ঘটনায় মুছাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার মুছাব্বির হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ফ্যাসিবাদদের কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পেছনেও তাদের ষড়যন্ত্র থাকতে পারে।’

এমন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এতে করে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথ করতে সব রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন  বলেন, ‘শেষ পর্যন্ত সব রাজনৈতিক দল নির্বাচন সফল করবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারেক রহমানের উত্তরাঞ্চলের সফরে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না।’

আসন সমঝোতার ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। আর কিছু প্রার্থীকে বোঝানো হচ্ছে।’


আমার বার্তা/জেএইচ