এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ছবি: সংগৃহীত

আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পড়ে আবার এদেশে আসে তাহলে ৫ আগস্ট যে পরিণতি হয়েছিলো সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেওয়া হয়েছে। এ প্রতীক বড় ভারী। এ প্রতীক ইনসাফের প্রতীক। আমাদের সমাজের সব ধরণের বৈষম্য, দুর্নীতি এই সব কিছুর মূল কারণ এই ইনসাফ না থাকা।

তিনি বলেন, বিগত শাসনামলে বহু মা তার সন্তান হারিয়েছেন, বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, বহু শিশু তাদের বাবা হারিয়ে এতিম হয়েছেন। শুধু তাই নয় ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাঘর করা হয়েছিলো। সেনাবাহিনী, আইনজীবী, রাজনীতিবিদ কেউ এই আয়নাঘর থেকে রেহাই পায় নাই।

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের হাত ধরে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করা সম্ভব হয়েছে। আপনাদেরকে স্যালুট। কাজ কি আপনাদের শেষ হয়ে গেছে? আমরা আপনাদের আহ্বান জানাবো ন্যায় বিচার যাদের হাতে কায়েম হবে আমরা সবাই মিলে তাদের সঙ্গী হবো। আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না।

তিনি বলেন, যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস থেকে বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশকে তারা জনগনের কাছে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না তারা যত রঙিন স্বপ্ন দেখাবেন তাদের মতলব বুঝতে জাতির অসুবিধা হবে না।


আমার বার্তা/এমই