বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হাতিয়া

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে আয়োজিত লোকজ লাঠি খেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রচারণা দেখতে ও ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে হরণী ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীমের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রচারণা কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। এবারের নির্বাচনে এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম নবী উল্যাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মোতালেব, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আজহার উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানবীর উদ্দিন রাজীব এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম।

স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেন বলেন, লাঠি খেলা আমাদের গ্রামীণ ঐতিহ্য। রাজনীতির সঙ্গে সংস্কৃতির এমন সংযোগ নিঃসন্দেহে ইতিবাচক। লোকজ সংস্কৃতির মাধ্যমে নির্বাচনী প্রচারণা সত্যিই প্রশংসনীয়। এতে মানুষের অংশগ্রহণ বাড়ে এবং উৎসবের আমেজ তৈরি হয়।

হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনী প্রচারণায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে ভোটাররা ভোট নিয়ে আগ্রহী। আমরা আশা করি, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

লাঠি খেলায় অংশ নেওয়া মো. আবু সুফিয়ান ঢাকা পোস্টকে বলেন, আমরা পেশায় কৃষক। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের লাঠি খেলা দেখানোর জন্য ডাকা হয়। সাধারণত ১২–১৩ জনের একটি দল হয়ে আমরা খেলাটি প্রদর্শন করি। এখনো এই খেলাটির জনপ্রিয়তা আছে। মানুষ আনন্দ পায়, আমরাও কিছু উপার্জন করতে পারি।

বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম ঢাকা পোস্টকে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে হাতিয়ার এক ইঞ্চি জমিও নদীগর্ভে বিলীন হতে দেওয়া হবে না। টেকসই ব্লকবাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন স্থায়ীভাবে রোধ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অগ্রাধিকার। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে হাতিয়াকে আধুনিক পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে এবং নিঝুমদ্বীপ হবে বাংলাদেশের ‘মালদ্বীপ’। হাতিয়ার উন্নয়নের এই লড়াইয়ে আসনটি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতে তুলে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমার বার্তা/এল/এমই