দুর্নীতির লাগাম কীভাবে টানতে হয় বিএনপি জানে: তারেক রহমান

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান/বিএনপি মিডিয়া সেল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের জন্য কাজ করতে হলে একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হয়, একমাত্র বিএনপির সেই পরিকল্পনা রয়েছে। বিএনপির পরিকল্পনা, অভিজ্ঞতা রয়েছে কীভাবে দেশ পরিচালনা করতে হয়। বিএনপির অতীত অভিজ্ঞতা রয়েছে কীভাবে শিক্ষার আলো ছড়াতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়, দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘গত ১৫ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটের অধিকার না থাকায় জনগণের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের সমস্যার সমাধান হয়নি। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হত। মানুষ চায় অসুস্থ হলে তারা যেন সময়মতো চিকিৎসা সুবিধা পায়। মানুষ মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা চায়’।

এসময় তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, ‘একটি রাজনৈতিক দল বিএনপির সাথে স্বৈরাচারের ভাষায় কথা বলছে। স্বৈরাচারের বক্তব্য ছিল যে, বিএনপি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন ছিল। তিনি জামায়াতকে প্রশ্ন করেন, দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপির মন্ত্রীসভায় তাদেরও দুইজন মন্ত্রী ছিল, তাহলে তারা কেন পদত্যাগ করে আসেনি। কারণ তারা ভালো করেই জানতো খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করেছে।’

এর আগে বিকেল ৪টার পর ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভার মঞ্চে উঠেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় জেলার বাইরে থেকে বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগেই জনসভায় উপস্থিত হয়েছেন।

এরও আগে সকাল ১১টা ৫ মিনিটে নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর।


আমার বার্তা/এমই