ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি ব্যাপক প্রচারণা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২০:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ–এর নির্বাচনী টিম গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর ও বাঁশতলা এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে।
প্রচার-প্রচারণাকালে নির্বাচনী টিমের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতেই এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তারা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।
এলাকাবাসীর অনেকেই প্রচারণায় অংশ নিয়ে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
গনতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ এর সভাপতি এবং টিমের সমন্বয়ক মো: জহিরুল ইসলাম কলিম এর নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রমিজ উদ্দিন রুমি, মো: মোস্তফা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, রাজু আহম্মেদ শাহ, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন, মোস্তফা কামাল, এনামুল হক খান, আশরাফুল কবির বাচ্চু, আলমগীর হোসেন লিটন, সিউলি আক্তার, মেহেদী হাসান মাহমুদুল হাসান, শিরিন আক্তার, এস কে সঞ্জয়, মোস্তাফিজুর রহমান সাগর, আলী আজগর শাওন, মো: মাহাবুব আলম, মো: আলাউদ্দিন, কমর উদ্দিন, নাসরিন চৌধুরী, রোজিনা বেগমসহ অন্যান্য নেতৃবিন্দ।
আমার বার্তা/এমই
