মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ ১৬ নভেম্বর রাতে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান। এয়ারপোর্টে মালদ্বীপের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী, চিফ অব প্রটোকল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ হাছান মাহমুদকে অভ্যর্থনা জানান।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে মালের রিপাবলিক স্কয়ারে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট, চীনের বিশেষ দূত, ভারত, পাকিস্তান, তুরস্ক, ইউএই’র মন্ত্রী, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মালদ্বীপের রাষ্ট্রপতি প্রদত্ত নৈশভোজে অংশ নেন অতিথিরা।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধা এবং নিবিড় সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে উভয় দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বিমান চলাচল, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান। উভয় দেশ বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণ করার লক্ষ্যে একযোগে কাজ করছে।
মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও জোরদার হবে।
আমার বার্তা/এমই