মাল্টা পার্লামেন্টের সামনে বিএনপির বিক্ষোভ

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:১২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের মুক্তির দাবিতে এবার মাল্টায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় মাল্টা পার্লামেন্টের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ইউরোপ মাল্টা শাখার সদস্য মো. কাঞ্চন, আশিক উদ্দিন, মোহাম্মদ সালাম, মোশারফ, সাবেক ছাত্রদল নেতাদের অর্গানাইজেশন ইউরোপ মাল্টা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আমিন আল আমিন, মোহাম্মদ মাসুদ, আশিক উদ্দিন আশিক, গোলাম মাওলা, আব্দুস সালাম, সেতু, হালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনতে সারা বিশ্বের গণতন্ত্রকামীদের সহযোগিতা কামনা করেন। সেইসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি এবং তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

 

আমার বার্তা/এমই