সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরসৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জিজান শহরে ভারতীয় এক নাগরিককে হত্যার দায়ে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

সৌদির রাজকীয় আদালতের নির্দেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়। তবে প্রকাশিত প্রতিবেদনে হত্যার সময় ও নিহতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা যায়, ভারতীয় নাগরিকের সঙ্গে আর্থিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই বাংলাদেশি প্রবাসী মিলে গাড়িতে করে জিজান শহরের একটি খালি স্থানে নিয়ে শ্বাসরোধে ওই ভারতীয় নাগরিককে হত্যা করেন। অপরাধ ধামাচাপা দিতে তার মুখে কীটনাশক প্রয়োগ করেন তারা। তার মরদেহ দাফনও করেন।

এ ঘটনা আদালতের চূড়ান্ত রায়ে আপিল ও সুপ্রিম কোর্ট থেকে উভয় বাংলাদেশির দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে সৌদির সুপ্রিম কোর্টে আপিল করেন। পরে সৌদি আরবের রাজকীয় আদালতের নির্দেশে তাদের চূড়ান্ত সাজা বহাল রাখা হয়। সূত্র: গালফ নিউজ।

এবি/ওজি