আমার বার্তার সম্পাদক ইবরা আন্তর্জাতিক সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২২:৫৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

দৈনিক আমার বার্তা সম্পাদক ও প্রকাশক, চলচ্চিত্র প্রযোজক মো. জসিম উদ্দিন।

ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন (ইবরা) কতৃক ইবরা আন্তর্জাতিক সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন দৈনিক আমার বার্তা সম্পাদক ও প্রকাশক, চলচ্চিত্র প্রযোজক মো. জসিম উদ্দিন।

গত শনিবার (৩ আগষ্ট) বিকেলে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে "দুই বাংলার সাংস্কৃতিক সম্প্রীতি " শীর্ষক আলোচনা, প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক, সাংবাদিক ফজলুল হক এবং বিনোদ বিহারি চৌধুরীর তথ্যচিত্র প্রদর্শনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন।

সংগঠন এর সভাপতি ড. নটরাজ রায় এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিপ্লব দাস এর পরিচালনায় পশ্চিম বঙ্গের সাবেক মন্ত্রী ড. হুমায়ুন কবির, বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা কনা রেজাসহ বরেন্য ব্যক্তিত্বগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মো. জসিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

ঢাকায় দৈনিক আমার বার্তা পত্রিকা অফিসে মো. জসিম উদ্দিন এর হাতে ইবরা আন্তর্জাতিক সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন এর নির্বাহী সভাপতি সালাম মাহমুদ ও সিনিয়র সহ-সভাপতি বাদল আহমেদ।


আমার বার্তা/এমই