যুক্তরাষ্ট্রের মায়ামিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি মহান ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি জানায়, ‘টেকসই উন্নয়নের জন্য ভাষা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করা হয়।

এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক স্থানীয় প্রবাসী বাংলাদেশি, বিদেশি আমন্ত্রিত অতিথি, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মায়ামির বাংলাদেশি শিক্ষক, ছাত্রছাত্রী এবং ফ্লোরিডাস্থ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনের কার্যক্রম শুরু হয় কনস্যুলেট প্রাঙ্গণে সব কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে, জাতীয় সংগীতের সঙ্গে কনসাল জেনারেলের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে। বিকালে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কনস্যুলেটের পক্ষ থেকে কনসাল জেনারেল ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সঙ্গে কনস্যুলেটে স্থাপিত শহিদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা পর্বে অংশ নিয়ে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক বি এম গোলাম কিবরিয়া ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট সম্পর্কে তুলে ধরেন। মায়ামি ডেড কলেজের ইন্টারন্যাশনাল এডুকেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস সামিলা সসিক মাতৃভাষা শিক্ষার গুরুত্ব এবং একটি টেকসই সমাজব্যবস্থা ও টেকসই উন্নয়নে মাতৃভাষার প্রয়োজনীয়তার ওপরে আলোকপাত করেন।

কনসাল জেনারেল সেহেলী সাবরীন সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ দেন এবং একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহায়তা কামনা করেন। এছাড়া, তিনি আগামী প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে জানানোর জন্য তাদের পিতামাতাদের অনুরোধ করেন।


আমার বার্তা/এমই