দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. কামরুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টায় দেশটির ফ্রি স্ট্রিট প্রভিন্সের ভেপেনার শহরে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমউল্ল্যাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কামরুল প্রায় ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। দুই ভাই তিন বোনের মধ্যে কামরুল মেজো। সেখানে প্রথমে অন্যের দোকানে চাকরি করেন তিনি। পরে নিজেই দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী দোকানে ঢুকে দোকানের ক্যাশ থেকে টাকা পয়সা সব নিয়ে যায় এক পর্যায়ে আরো বেশি টাকার জন্য কামরুলের দোকানের সামনে থাকা গাড়ির কাছে তাকে নিয়ে যায়, গাড়ি চেক করে কিছু না পেয়ে কামরুলের পেটে গুলি করে তাকে সেখানে ফেলে চলে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামরুলের ভাই কামরুজ্জামান বলেন, আমার ভাই দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকা প্রবাসী। এই বছর আমার ভাই দেশে আসবে বিয়ে করবে আমরা ভাইয়ের জন্য মেয়ে দেখতেছিলাম। কি থেকে কি হয়ে গেল।

মা ফেরদৌস আরা বেগম ছেলের শোকে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, লোকমুখে নিহতের মৃত্যুর সংবাদ পেয়েছি।

আমার বার্তা/জেএইচ