ইউরোপ প্রবাসীদের সমস্যার সমাধানে আয়েবার উদ্যোগ গ্রহণ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইউরোপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সিকিউরিটি শেনজেন ইনফরমেশন সিস্টেম (এসআইএস) সংক্রান্ত সমস্যার সমাধান দাবিতে উদ্যোগ নিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।
রোববার (২৭ এপ্রিল) প্যারিসের আয়েবা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়েবার প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে মহাসচিব কাজী এনায়েত উল্লাহর উপস্থাপনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আয়েবা গত ১২ বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক অধিকার রক্ষায় কাজ করে আসছে। এবার ইউরোপের বর্তমান নিরাপত্তা ও অভিবাসন পরিস্থিতি বিবেচনায় একটি নতুন ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মহাসচিব জানান, ইউরোপজুড়ে ব্যবহৃত এসআইএস একটি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় প্ল্যাটফর্ম। তবে এ ব্যবস্থায় অনেক অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসী অজ্ঞাতসারে নানা ধরনের আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন। অনেক সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে।
এসব সমস্যা সমাধানে আয়েবা জোরালো দাবি তুলেছে এবং ইতোমধ্যে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেনের দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। শিগগিরই আয়েবার একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে বলেও জানান তিনি।
আমার বার্তা/এল/এমই