দশ সদস্যের কমিটি গঠন হয়েছে বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ডের
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৬:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জাহিদ মোমিন চৌধুরীকে সভাপতি ও সৈয়দ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের কমিটি গঠন হয়েছে বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ডের।
উপস্থিত সংবাদকর্মীদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সম্প্রতি গঠিত হয় এ কমিটি।
সভায় প্রেসক্লাব প্রতিষ্ঠার লক্ষ্য, পরবর্তী সাংগঠনিক কাঠামো, গঠনতন্ত্র, নিবন্ধনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আগামী দুই বছরের জন্য করা হয় এ কমিটি।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সভাপতি জাহিদ মোমিন চৌধুরী (ইত্তেফাক), সহ-সভাপতি আব্দুর রহিম ভুঁইয়া (আইরিশ বাংলা টাইমস), সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল (সময় টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক সেলিম আলম (এনটিভি) এবং সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম সবুজ (বাংলা টিভি)।
এছাড়াও কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (আইরিশ বাংলা পোষ্ট), কোষাধ্যক্ষ ওমর ফারুক নিউটন (আইরিশ বাংলা টাইমস), দপ্তর সম্পাদক কবির আহমেদ (আইরিশ বাংলা টাইমস), ক্রীড়া সম্পাদক মানিক মনিরুজ্জামান (ডাবলিন বাংলা বার্তা) এবং সদস্য হয়েছেন এ.কে.হাসান (আই অন টিভি)।
আমার বার্তা/এল/এমই