ওয়াশিংটন ডিসিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৩:৩১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গতকাল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের ‍দিনগুলোকে উপজীব্য করে আন্দোলন ও গণহত্যার পোস্টার ও আলোকচিত্র এবং গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রে থেকে যারা বাংলাদেশের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা, বিভিন্ন পেশাজীবী ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এল/এমই