নিউইয়র্কের অনুষ্ঠানে হঠাৎ যুবলীগের ‘জয় বাংলা’ স্লোগান
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৬:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। এর প্রতিক্রিয়ায় অনুষ্ঠানস্থলে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের হাতাহাতিসহ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৩ আগস্ট) বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসের ডাইভাসিটি প্লাজায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন। এতে নিউইয়র্কের পেশাজীবি সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে হঠাৎ যুবলীগকর্মীরা এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া শুরু করেন। ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে।
এর জেরে বিএনপি ও যুবলীগ কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ‘ইত্যাদি’ নামে একটি মুদি দোকানের দরজার কাছে উভয় পক্ষেমধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এরপর পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আমার বার্তা/এল/এমই