নিউইয়র্কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৪:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নিউইয়র্কের ম্যানহাটনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালটির ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস অফিস (OCSAR) আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হন।
বন্ধুদের সঙ্গে পুনরায় মিলিত হয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন অংশগ্রহণকারীরা। তারা একে অপরের সঙ্গে পেশাগত অভিজ্ঞতা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, রেজিস্টার ড. ডেভিড ডাওল্যান্ড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী এবং ডেটা অ্যান্ড সায়েন্সেস স্কুলের ডিন ড. মাহবুব মজুমদার। এ ছাড়া ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।
অনুষ্ঠানে অংশ নেওয়া মিশিগান থেকে আসা প্রাক্তন শিক্ষার্থী রিশাদ ফারিহা বলেন, ‘এটি ছিল এমন একটি সন্ধ্যা, যেখানে স্মৃতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বৈশ্বিক প্রভাব নিয়ে উদযাপন করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার বলেন, ‘আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বজুড়ে অসাধারণ সাফল্য অর্জন করছে, যা আমাদের গর্বিত করে। আপনারা আমাদের দূত এবং স্বপ্নের সঙ্গী। একসাথে আমরা আরও শক্তিশালী একটি শিক্ষাগত ভবিষ্যৎ গড়তে চাই।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক সাদিয়া হামিদ কাজী বলেন, ‘বিশ্বজুড়ে ব্র্যাকের প্রাক্তন শিক্ষার্থীরা ইতিবাচক পরিবর্তনের প্রতিচ্ছবি। তাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আমরা আগ্রহী।’
অধ্যাপক মাহবুব মজুমদার বলেন, ‘এতগুলো পরিচিত মুখ একত্রে দেখে আমি অত্যন্ত আবেগাপ্লুত। আমি বিশ্বাস করি, এখানে উপস্থিত অনেকে ভবিষ্যতে বাংলাদেশের অগ্রগতিতে মুখ্য ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- সামিরা কে শুভ্রা, আশিক রহমান, সায়েদা নিগার সুলতানা, আফজাল আফতাব, এবং মো. রায়হান হাসান মাহিন।
এছাড়া, অ্যালামনাই ম্যানেজার ফরহাদ হোসেন প্রাক্তনদের নেটওয়ার্ক গঠন, স্বেচ্ছাসেবী অংশগ্রহণ এবং গিভিং ব্যাক-এর মাধ্যমে সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানে ব্র্যাক ইউএসএ থেকে কাথরিন নটন ও তার দল উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ইফাজ করিম, নাসমুস সাকিব নিলয়, আরেফিন চিশতী, সাদিয়া আনজুম এবং রিশাদ ফারিহা। তাদের সহযোগিতায় এই আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আমার বার্তা/এমই