মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট পাসের চুক্তি হয়নি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ বিভাগের এক সদস্যের দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ফেডারেল সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি।

এক বিবৃতিতে ড. জাম্ব্রি বলেন, কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আবদুল্লাহকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।

তার অভিযোগ অনুযায়ী, ড. জাম্ব্রিকে বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজের সুযোগ দেওয়ার জন্য ‌‘গ্র্যাজুয়েট পাস’ অনুমোদনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

তবে উচ্চশিক্ষা মন্ত্রী এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভুল’ আখ্যা দিয়ে বলেন, হাইমের এই দাবির কারণে জনগণ অস্বস্তিতে রয়েছে, যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।

তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরকালে এ ধরনের কোনো সমঝোতা স্মারক (MoU) বা চুক্তি সই হয়নি।

ড. জাম্ব্রি বলেন, একজন একাডেমিক হিসেবে হাইমের উচিত ছিল কেবল সত্য ও প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন করা, অনুমান কিংবা ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া নয়।

উচ্চশিক্ষা মন্ত্রী আরও সতর্ক করে বলেন, ভুল তথ্যের ভিত্তিতে সামাজিক মাধ্যমে ভাইরাল কনটেন্ট তৈরি করার এই সংস্কৃতি এখনই বন্ধ করতে হবে।

আমার বার্তা/এল/এমই