কুয়েতে পর্যটনকেন্দ্র রাজধানীর সুয়েখ সমুদ্র সৈকতের উদ্ধোধন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩:২৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কুয়েতে রাজধানীর সুয়েখ সমুদ্র সৈকতের তীরে ১ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এক আধুনিক ও সমন্বিত বিনোদনমূলক সৈকতের উদ্বোধন করেছে সরকার। এ প্রকল্পের মাধ্যমে দেশটির পর্যটন ও বিনোদন ক্ষেত্রে নতুন অধ্যায় সূচিত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিষয়ক মন্ত্রী ড. আল-মিশারি বলেন, এই প্রকল্পটি কুয়েতের বিভিন্ন সমুদ্র সৈকত ও জনসাধারণের বিনোদন কেন্দ্রগুলোর উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং বাসিন্দা ও নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখবে বলে জানান মন্ত্রী।
 
তিনি বলেন, রাজধানীর নগর সৌন্দর্য বৃদ্ধি, নাগরিকদের জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ তৈরি এবং দেশের পর্যটন সম্ভাবনা জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
কুয়েত সিটির নিকটবর্তী সুয়েখ সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য ১ দশমিক ৭ কিলোমিটার।  
 
এটি একটি প্রশস্ত সবুজ এলাকা ও সুন্দরভাবে সাজানো উদ্যান যেখানে রয়েছে হাঁটা, জগিং ও সাইকেল চালানোর জন্য বিশেষ ট্র্যাক। বহুমুখী ক্রীড়া সুবিধা ও ফিটনেস জোন, রয়েছে শিশুদের খেলার মাঠ ও পরিবারিক বিনোদন অঞ্চল। মসজিদ, শৌচাগার ও আধুনিক জনসেবা সুবিধাও রয়েছে এই কেন্দ্রটিতে।

প্রকল্পটি কুয়েতের ভিশন ২০৩৫- এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য রাজধানীর নগর ভূদৃশ্য আধুনিকীকরণ এবং জনসাধারণের জন্য টেকসই ও মানসম্মত জীবনযাত্রা নিশ্চিত করা। 
 
কুয়েত পৌরসভা ও কুয়েত ন্যাশনাল ব্যাংকের এই যৌথ উদ্যোগ দেশের নগর পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের বিনোদনের স্থানগুলোকে প্রাণবন্ত করে তোলার সরকারি প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করেছে বলে জানান সংশ্লিষ্টরা। 

আমার বার্তা/এল/এমই