বাংলাদেশিকে আটকে রাখার দায়ে মালয়েশিয়ায় ৪ জনের কারাদণ্ড
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রাখার দায়ে মিয়ানমারের দুই নাগরিকসহ মোট চারজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও জরিমানা করেছেন দেশটির পেনাং রাজ্যের বুকিত মেরতাজমের একটি আদালত।
এই ঘটনায় মিয়ানমারের এক নাগরিককে পাঁচ মাসের কারাদণ্ড এবং বাকি তিন অভিযুক্তকে ২ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ম্যাজিস্ট্রেট রোশায়াতি রাদেলাহ-এর সামনে তারা দোষ স্বীকার করেন। দোষী সাব্যস্ত চারজনের মধ্যে মিয়ানমারের নাগরিক আলম শোবির (২১)-কে ১২ অক্টোবর গ্রেফতারের দিন থেকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়।
অপর অভিযুক্ত মিয়ানমারের নাগরিক মোহাম্মদ রশিদ হুসাইন (৩৮) এবং মালয়েশিয়ার দুই নাগরিক মোহাম্মদ আদিব শাআদুন জুবির (৩৩) ও এম. লুকমান সাওয়াপিট (৩৪)-কে ২ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে।
আদালতের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরু শিল্পাঞ্চলের বিজি স্পিডি লন্ড্রি অটো সিটি এলাকায় ওই চারজন মিলে ৩৫ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রেখেছিলেন।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, জরিমানা দিতে ব্যর্থ হলে তিন অভিযুক্তকে বৃহস্পতিবার থেকে পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারা ৩৪২ এবং ধারা ৩৪-এর অধীনে অভিযোগ আনা হয়েছিল। এই ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ এক বছরের জেল বা ২ হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে।
আমার বার্তা/এল/এমই