হজ মৌসুমে মসজিদুল হারামের রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন ১৯ লাখ মুসল্লি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চলতি বছরের হজ মৌসুমে মসজিদুল হারামের রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন ১৯ লাখ মুসল্লি। এই তথ্য জানিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুমে মসজিদে নববির রওজা শরীফের পবিত্র স্থান রিয়াজুল জান্নায় আগত নামাজ আদায়কারীর সংখ্যা ছিল ১৯ লাখ ৫৮ হাজার ৭৬ জন।

হারামাইনকর্তৃপক্ষ জানায়, রিয়াজুল জান্নাতে নফল নামাজ আদায়কারীদের এই সংখ্যা গণনা করা হয়েছে ১ জিলকদ থেকে ২৯ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে।

এই সময়ের মধ্যে পবিত্র রওজা মুবারকে জিয়ারতকারীর সংখ্যা রেকর্ড করা হয়েছে ৩৪ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন।

হারামাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, যিয়ারতকারীদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়, যেন তারা স্বস্তি, প্রশান্তি এবং আত্মিক পরিবেশে মসজিদে নববিতে অধিক সময় কাটাতে পারেন।

উল্লেখ্য, রিয়াজুল জান্নাহর আয়তন ৩৩০ বর্গমিটার এবং প্রতি ঘণ্টায় ৮০০ জনের নামাজ আদায়ের সক্ষমতা রয়েছে। গড় হিসেবে প্রতিটি যিয়ারতকারীর জন্য ১০ মিনিট সময় বরাদ্দ থাকে।

রওজা শরীফে জিয়ারত সহজ করতে চারটি ধাপ নির্ধারণ করা হয়েছে—

১. ‘নুসুক’ এবং ‘তাওয়াক্কালনা’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা।
২. ইলেকট্রনিক ডিভাইসে কিউআর কোড স্ক্যান করা।
৩. কিছুক্ষণ অপেক্ষা করা।
৪. এরপর যিয়ারতের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হয়।।


আমার বার্তা/জেএইচ