নামাজে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখা যাবে

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৭:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পুরুষরা নামাজে উভয় পায়ের আঙুলগুলো কিবলামুখী করে দাঁড়াবেন দুই পায়ের মাঝে স্বাভাবিকভাবে যতটুকু ফাঁকা থাকে ততটুকু ফাঁকা রেখে। অর্থাৎ মানুষ যখন স্বাভাবিকভাবে দাঁড়ায়, তখন যেমন ও যতটুকু ফাঁকা রেখে দাঁড়ায়, নামাজে দাঁড়ানো অবস্থায় ততটুকুই ফাঁকা রাখবেন। এটা নামাজির শারীরিক গঠন অনুযায়ী সর্বনিম্ন চার আঙুল থেকে সর্বোচ্চ এক বিঘত পরিমাণ হতে পারে।

পুরুষের জন্য নামাজে অস্বাভাবিকভাবে দুই পা দুই দিকে ছড়িয়ে দাঁড়ানো সঠিক পদ্ধতি নয়, দুই পা একেবারে মিলিয়ে রাখাও সঠিক পদ্ধতি নয়।

নারীরা নামাজে দাঁড়ানোর সময় সম্ভব হলে উভয় পায়ের গোড়ালি মিলিয়ে দাঁড়াবেন। স্থূলতার কারণে যদি কারো জন্য উভয় পায়ের গোড়ালি পুরোপুরি মিলিয়ে দাঁড়ানো কষ্টকর হয়, তাহলে তিনি প্রয়োজন অনুযায়ী যতটুকু ফাঁকা রেখে দাঁড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, ততটুকু ফাঁকা রেখে দাঁড়াতে পারবেন।

নামাজের জামাতে পাশের ব্যক্তির পায়ে পা লাগিয়ে দাঁড়ানো কি জরুরি?

নির্ভরযোগ্য মত অনুযায়ী নামাজের জামাতে পাশের ব্যক্তির পায়ে পা লাগিয়ে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। পায়ে পা লাগানোর জন্য দুই ছড়িয়ে দাঁড়ানো অপ্রয়োজনীয় কাজ। হাদিসে কাতারের মাঝখানে ফাঁকা রেখে দাঁড়ানে নিষেধ করা হয়েছে। স্বাভাবিকভাবে কাতারবদ্ধ হতে বলা হয়েছে। পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতে হবে এ রকম কোনো নির্দেশনা হাদিসে নেই। সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হওয়ার সময় পায়ে পা লাগিয়ে দাঁড়াতেন সে রকম কোনো প্রমাণও নেই।

নামাজের জামাতে দাঁড়ানোর সময় মুসল্লিদের তিনটি বিষয় খেয়াল রাখা দরকার। ১. কাতার সোজা করে দাঁড়ানো। মুসল্লিরা যেন কেউ এগিয়ে কেউ পিছিয়ে না দাঁড়ায়। ২. কাতারের মাঝখানে ফাঁকা না রাখা। মুসল্লিরা যেন পরস্পরের সাথে মিলে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। ৩. দুটি কাতারের মধ্যে অস্বাভাবিক দূরত্ব না রাখা। সেজদা করার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা রেখে কাতার তৈরি করা। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন,

أَقِيْمُوا الصُّفُوْفَ وَ حَاذُوْا بَيْنَ الْمَنَاكِبِ وَ سُدُّوْا الْخَلَلَ وَ لِيْنُوْا بِأَيْدِيْ اِخْوَانِكُمْ وَ لَاتَذَرُوْا فُرُجَاتٍ لِلشّيْطَانِ وَ مَنْ وَصَلَ صَفّا وَصَلَهُ اللهُ وَ مَنْ قَطَعَ صَفّا قَطَعَهُ اللهُ.

তোমরা কাতার সোজা কর। কাঁধসমূহকে বরাবর রাখ। ফাঁকা জায়গা পূর্ণ কর। তোমাদের ভাইদের হাতে তোমরা নরম হয়ে যাও এবং শয়তানের জন্য ফাঁকা জায়গা ছেড়ে দিয়ো না। যে কাতার মিলিয়ে দেয় আল্লাহ তাআলাও তাকে মিলিয়ে দেন। যে কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে বিচ্ছিন্ন করে দেন। (সুনানে আবু দাউদ: ৬৬৬)

আমার বার্তা/এল/এমই