আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে মরিয়া শীর্ষ সন্ত্রাসীরা

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৩ | অনলাইন সংস্করণ

  বিশেষ প্রতিনিধি:

  • # ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে হামলা, হুমকি-ধমকির পাশাপাশি চলছে ক্ষমতার প্রদর্শন
  • # শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেফতার করা হবে: ডিএমপি কমিশনার
  • # অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে হবে: আইজিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের আমলে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকারী নেতাকর্মীরা। এ সুযোগে আন্ডারওয়ার্ল্ড শীর্ষ সন্ত্রাসীরা ঝুট ব্যবসার নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে উঠেছে। শীর্ষ সন্ত্রাসীরা হামলা, হুমকি-ধমকির পাশাপাশি চলছে ক্ষমতার প্রদর্শনী। এছাড়াও রাজধানীতে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক পাচার ও অস্ত্র চোরাচালানসহ অপরাধ জগত নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসীরা। এইতো মধ্যে পুলিশের পক্ষ থেকে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের কিলার গ্রুপগুলোর সদস্যদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।

জানা গেছে, রাজধানীর শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনী ও মিরাজ বাহিনীর গ্রুপের লোকজন ঝুট ব্যবসা দখলে নেয়ার জন্য মাঝে মধ্যেই ঘটছে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এই দুই সন্ত্রাসীর হামলা ও সংঘর্ষ ও দ্বন্দের জেরে মিরপুর ফের উত্তপ্ত হয়ে উঠেছে। আরও জানা গেছে, গত আওয়ামী লীগ সরকারের সময় রিও ফ্যাশনে ঝুট নিতো সাবেক ওয়ার্ড কাউন্সিলর রজব হোসেন। তিনি নিজেই সন্ত্রাসীদের মাসোহারা দিতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঝুট ব্যবসা দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত, মুক্তার ও মিরাজ গ্রুপের মধ্যে। এর জের ধরে গত ২ জানুয়ারী সকাল ৯ টায় রাজধানীর মিরপুর ৭নং সেকশনের রিও ফ্যাশন ও রি ডিজাইন লিমিটেডের ঝুট নামানো কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত, মুক্তার বাহিনী এবং  ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে রুপনগর থানার যুবদলের সদস্য সচিব হাদিউল ইসলাম রাজীব, পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াদের গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করে। এ সময় এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায় ও ভয়ে মানুষ ঘরবন্দী হয়ে পরে। এসময় কোন এক পক্ষ গার্মেন্টসের মূল গেইটে বোমা হামলা করলে গার্মেন্টসের স্টোর কিপার মারাত্মক আহত হয়। উক্ত ঘটনার ৩/৪ সেকেন্ডের একটি ভিডিওতে লোকজনদের প্রাণ ভয়ে ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন একজনকে আটক করে রুপ নগর থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

এদিকে, মিরপুরের কয়েক জন বিএনপি নেতা বলেন মিরাজ নিজে শীর্ষ সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে এলাকার রাজীব, কিবরিয়াসহ কিছু নেতা কর্মী নিয়ে একটি বাহিনী গঠন করে চাঁদাবাজিসহ সকল প্রকার অপকর্ম করে যাচ্ছে। যা দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করছে। তারেক রহমানের নির্দেশ আছে কোন চাঁদাবাজি চলবে না কিন্তু মিরাজ গ্রুপ কোন কিছুরই তোয়াক্কা করছে না। এতে সাধারণ জনগণের কাছে দলের ভাবমূর্তির অবনতি হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিরাজ, রাজীব ও কিবরিয়া বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। একটি চক্র মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তাকে হয়প্রতিপন্ন করার জন্য স্থানীয় কিছু লোক মিথ্যা কথা বলছে। অপরদিকে, গাজীপুর সদর উপজেলায় ছোট-বড় প্রায় ১৬০টি কারখানা রয়েছে। এসব কারখানার ওয়েস্টিজ (ঝুট) ব্যবসা নিয়ন্ত্রণে জন্য শীর্ষ সন্ত্রাসীরা প্রভাব খাটানোর চেষ্টা করছে। এর মধ্যেই মির্জাপুরের বিডি ফুডস লি., ডগরী এলাকার বিটুবি এক্সিলেন্স লিমিটেড, কালিয়া রিপলেকা লিমিটেড কারখানা, কেডিএস ফ্যাক্টরি, মনিপুরের এনার্জি প্যাক, ইউটা স্পিনিং, খামারবাড়ি রোডের এলিগেন্স লিমিটেড, জেসান এগ্রোভেজ, রাজেন্দ্রপুরের এনএজেড বাংলাদেশ, ভবানীপুরের সিলিকন ইন্ডাস্ট্রি, মোহাম্মদীয়া সোয়েটার, নতুন বাজার এলাকার মেঘনা গ্রুপ, এসএম গ্রুপ, বাংলাবাজার তালহা ফেব্রিক্স লিমিটেড, ভাওয়ালগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত জেসন এগ্রোভেট লিমিটেডসহ আরও অনেক কারখানায় সন্ত্রাসীরা জোরপূর্ব প্রভাব খাটিয়ে ব্যবসা নিয়ন্ত্রণ নিয়েছে।

কেডিএস কারখানার প্রশাসনিক কর্মকর্তা সরোয়ার হোসাইন বলেন, সাধারণত ঝুটের ব্যবসা রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করে থাকেন। ঝামেলার কারণে আমার গাড়িতেও হামলা হয়েছে। ব্যবসা ঘিরেই হামলা হয়েছে। হামলা যেদিন হয়েছে সেদিন স্থানীয় বাশারের ছেলে সাইফুল আমাকে হুমকি দিয়েছে। কেডিএস এক্সেসরিজ লিমিটেড নামের কারখানা ওয়েস্টেজ মালামালের ব্যবসা করতেন ইদ্রিস চৌধুরী। ৫ আগস্টের পর শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ফোন করে ব্যবসা আর করতে পারবেন না বলে হুমকি দেন। পরে এই ঘটনায় ইদ্রিস চৌধুরীর ম্যানেজার মাহবুবুর রহমান জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন হলো এই কারখানায় ওয়েস্টেজের মালামালের ব্যবসা করে আসছি। অভিযোগে উল্লিখিত সন্ত্রাসীরা আমাদের আর ব্যবসা করতে দিচ্ছে না।

সূত্র জানায়, রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের কিলার গ্রুপগুলোর সদস্যরা আধিপত্য বিস্তার, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, খুন, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই, যার সঙ্গে এই ধরনের অপরাধী-সন্ত্রাসীরা যুক্ত নয়। শীর্ষ সন্ত্রাসীরা প্রকাশ্যে চলে আসায় নিয়ন্ত্রণ করছে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ। শীর্ষ সন্ত্রাসীরা বিদেশ থেকে দেশে চলে এসেছে আবার অনেকই জেলখানা থেকে ছাড়া পেয়ে এখন নিয়ন্ত্রণ করছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডসহ সারাদেশের অপরাধমূলক কর্মকাণ্ড। তাদের রয়েছে একাধিক কিলার গ্রুপ, যারা খুন করতে সিদ্ধহস্ত।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় পুরস্কার ঘোষিত যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা প্রকাশ করা হয় তার মধ্যে ১৩ জনই দেশের বাইরে পলাতক ছিলো। তাদের নামে ইন্টারপোলের রেড নোটিস জারি রয়েছে। বেশিরভাগই বিভিন্ন দেশে পলাতক জীবনযাপনের পর অনেকই দেশে চলে এসেছে। আন্ডারওয়ার্ল্ডের এই শীর্ষ সন্ত্রাসীরা রাজধানীর নিজস্ব জগত নিয়ন্ত্রণ করতে চাইছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, ছিনতাইকারী ও চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। শীর্ষ সন্ত্রাসী, ঝুট ব্যবসায় নিয়ন্ত্রণকারী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেফতার করতে হবে। ডিএমপির থানাগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দায়িত্ববোধ ও আগ্রহ থেকে সকলকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে। মামলা তদন্তে অগ্রগতি আরো বাড়াতে হবে। থানায় জিডি করার এক ঘন্টার মধ্যে রেসপন্স করতে হবে এবং সে সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করতে হবে। জিডি তদন্তের ক্ষেত্রে কোন প্রকার বিলম্ব করা যাবে না।

আইজিপি বাহারুল আলম বলেন, অপরাধ দমনে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে। আমাদের সততা দিয়ে কাজ করতে হবে ও ন্যায়ের পথে থাকতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও খুন বন্ধ করতে আমাদের শতভাগ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার, চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ দমন করতে হবে। সেক্ষেত্রে যদি কোন প্রতিকূলতা থাকে সেটি মোকাবেলা করে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।