খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে: বিএডিসি চেয়ারম্যান
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ
অনক আলী হোসেন শাহিদী:

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বি এ ডি সি) এর চেয়ারম্যান মোঃ রুহুল আমীন খান (অতিরিক্ত সচিব) বলেছেন- "দেশে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বি এ ডি সি কাজ করছে। বিশেষ করে- “বি এ ডি সি বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ এবং উন্নয়ন প্রকল্পটি”- সেই লক্ষ্য অর্জনে কাজ শুরু করেছে। তিনি এ প্রকল্প সর্ম্পকে বলেন- “বি এ ডি সি- টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে বেশ কিছু উৎপাদনমুখী প্রকল্প নিয়ে কাজ করছে। বীজের প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে- এসব উৎপাদনমুখী কাজকে টেকসই ও আধুনিকীকরন করতে এ প্রকল্পের মাধ্যমে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।
বি এ ডি সি বিভিন্ন উৎপাদন প্রকল্পের কাজকে টেকসই ও আধুনিকীকরণ করে নির্মান ও কৃষিযন্ত্র বিতরনে এ প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে- তিনি বি এ ডি সির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ ও উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে - এই প্রতিনিধিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন। এ প্রসঙ্গ টেনে বি এ ডি সি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন খান আরো বলেন-"দেশে উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বি এ ডি সি-সেচ, সার, ও কৃষি উৎপাদন তথা বীজ ও উদ্যান ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। কৃষি উৎপাদনের ক্ষেত্রে এ কার্যক্রম বি এ ডি সির একটি পূনাঙ্গ প্রক্রিয়া”। তিনি বি এ ডি সি এ প্রকল্পটির প্রকল্প পরিচালক ডঃ ইব্রাহিম খলিলসহ সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করছেন।
বি এ ডি সি বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ ও উন্নয়ন প্রকল্পটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডঃ মোঃ ইব্রাহিম খলিল। প্রকল্পটির কার্যক্রম চলতি ২০২৫ সালের মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও আগষ্ট মাস থেকে শুরু হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৯২ কোটি টাকা। সর্ম্পূন দেশীয় অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রকল্প সর্ম্পকে প্রকল্প পরিচালক ডঃ মোঃ ইব্রাহিম খলিল এক সাক্ষাৎকারে এই প্রতিনিধিকে বলেন- “বি এ ডি সির বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠানের উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণক্ষেত্রকে আধুনিকীকরণ করতেই- এ প্রকল্পটি কাজ শুরু করছে। এ প্রকল্পের উদ্দেশ্য সফল করতে সংশ্লিষ্ট সকলের ইতিবাচক সহযোগিতা কামনা করছি”।
আমার বার্তা/এমই
