বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজসেরা তাইজুল

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:০৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

বাংলাদেশের সামনে সুযোগ ছিল সিরিজ জয়ের। সেটিও আবার ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো। তবে শেষ পর্যন্ত সে লক্ষ্য পূরণ হয়নি। সিরিজ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে টাইগারদের। এ দিকে এই 

শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচটিতে এক গ্লেন ফিলিপসই ব্যবধান গড়েছেন। মিরপুরের দুর্ভেদ্য উইকেটে অন্যরা ধুঁকলেও প্রথম ইনিংসে ৮৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেন তিনি। আর তাতেই কিউইরা জয় তুলে নেন ৪ উইকেটে। ফলে ১-১ ব্যবধানে শেষ হলো দুই ম্যাচের সিরিজ।

এর আগে সিলেট টেস্টে ১৫০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। আর মিরপুরে জয়ের সুযোগ থাকলেও ব্যাটিং ব্যর্থতার কারণে সেটি আর বাস্তবে রূপ নেয়নি। সিলেটে টাইগার বাহিনী দুই ইনিংসেই তিন শতাধিক (৩১০ ও ৩৩৮) রান করেছিল। অপরদিকে মিরপুরে দুই ইনিংস মিলে রান হয়েছে ৩১৬ (১৭২ ও ১৪৪)। তাতে পিছিয়ে পড়তে হয়েছে বাংলাদেশকে। শেষ পর্যন্ত হেরে সিরিজ ড্র করেছে স্বাগতিকরা। 

এ দিকে দুই টেস্টের এই সিরিজে ১৫ উইকেট ও ২৮ রান করে সেরা খেলোয়াড় হয়েছেন তাইজুল ইসলাম। সিরিজ শেষে তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম টেস্টে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। আর দ্বিতীয় টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গ্লেন ফিলিপস।

এবি/ওজি