জেতার রহস্য জানালেন টিম সাউদি

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

সিলেট টেস্টের পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। মিরপুর টেস্টে কেবল কঠিন উইকেট নয়, প্রকৃতির বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে কিউইদের। সব বাধা কাটিয়ে এমন জয়ের পেছনের মূল রহস্য জানিয়েছেন দলটির 
শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচটিতে এক গ্লেন ফিলিপসই ব্যবধান গড়েছেন। মিরপুরের দুর্ভেদ্য উইকেটে অন্যরা ধুঁকলেও প্রথম ইনিংসে ৮৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেন তিনি। আর তাতেই কিউইরা জয় তুলে নেন ৪ উইকেটে। ফলে ১-১ ব্যবধানে শেষ হলো দুই ম্যাচের সিরিজ।

মিরপুর টেস্ট জয়ের পরে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি বলেন, ‘এটি অনেক কঠিন উইকেট ছিল। আর সেখান থেকে ম্যাচ বের করার রাস্তা আমাদের জানা ছিল। বিশেষ করে পুরো ম্যাচে গ্লেন ফিলিপসের প্রচেষ্টা প্রশংসনীয়। প্রথম ইনিংসে তার পারফর্ম আমাদের খেলায় ধরে রেখেছে এবং প্রথম ইনিংসে বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়ার জন্য সেটি গুরুত্বপূর্ণ ছিল।’ 

সাউদি আরও বলেন, ‘বল নিয়ে ফিলিপসের কাজ দারুণ ছিল। স্পিন ক্যারিয়ারে সে এখনও তরুণ এবং এই সিরিজে ব্যাট ও বল হাতে দারুণ প্রভাব বিস্তার করেছে। আমরা অবশ্যই বড় স্কোর করতে চেয়েছি। কিন্তু উইকেটের কারণে আমরা সেটি করতে পারিনি। ফলে এখানে ২০-৩০ রানের জুটিই অনেক কার্যকর ছিল। আমরা সেটি করেছি। এছাড়া এজাজ প্যাটেল ৬ উইকেট নিয়ে ম্যাচটি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে।’

এ দিকে ফিলিপসের প্রশংসা করে কিউই দলপতি বলেন, ‘কঠিন উইকেটে সে অসাধারণভাবে ভালো করে। সিপিএলে সেটি দেখেছি। বছরের শুরুতে পাকিস্তানে ওয়ানডে হয়েছে কঠিন উইকেটে। সব জায়গাতে তার বিশেষ কিছু অবদান ছিল। সুতরাং আমি মনে করি, এ সমস্ত উইকেটে ফিলিপসের ইতিবাচক মানসিকতার ছাপ পাওয়া যায়।’