একসঙ্গে ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
সরকার বদলের পর থেকে দেশের বিভিন্ন খাতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বয়ে যাচ্ছে পরিবর্তনের জোয়ার। এর আগে তিনটি ফেডারেশনের প্রধানকে অপসারণ করাসহ দেশের সব বিভাগীয়, জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার এক সঙ্গে ৪২টি ফেডারেশন/ক্রীড়া সংস্থার সভাপতিকে অব্যাহতি দেওয়া হলো।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞিপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়টি।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সহকারী সচিব এস. এম হুমায়ুন কবীরের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে নিম্নবর্ণিত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার সভাপতিগণকে এতোদ্বারা অব্যাহতি প্রদান করিল।'
সভাপতিকে অব্যাহতি দেওয়া ফেডারেশনগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিস ফেডারেশন, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ বাশাআপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রাগবি ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেরিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, বাংলাদেশ উন্ড ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রোবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ স্কোয়াশ ব্যাকেটস ফেডারেশন, বাংলাদেশ রোইং ফেডারেশন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঘুড়ি এসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ খো খো ফেডারেশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন।
এর আগে বাংলাদেশ দাবা, কাবাডি ও ব্রীজ ফেডারেশনের সভাপতিকে অপসারণ করে ক্রীড়া মন্ত্রণালয়। দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক মহাপরির্দশক আব্দুল্লাহ আল চৌধুরী মামুন। তাদেরকে অপসারণ করা হয়। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছিলেন নির্বাচিত। তাই তাকে মন্ত্রণালয় থেকে সরাসরি অপসারণ না করে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের মাধ্যমে অপসারণ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসেছে পরিবর্তন। এনএসসির মনোনীত দুজন বিসিবির পরিচালকের একজন পদত্যাগ করেন, আরেকজনকে অপসারণ করা হয়। এ দুজনের জায়গায় নতুন দুজন পরিচালক আসেন, এদের একজন নির্বাচিত হন বিসিবি সভাপতি। এর পর থেকে আরও দুজন বিসিবি পরিচালক পদত্যাগ করেছেন।
আমার বার্তা/এমই