এনসিএল টি-২০
ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
দেশের ক্রিকেটারদের টি-টোয়েন্টি ফরম্যাটে বাড়তি সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এবার আয়োজিত হয়েছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে টানা সাত ম্যাচ জিতে সুপার ফোরে ওঠার ঢাকা মেট্রোর জয়যাত্রা থামিয়ে ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। ব্যাটিং ব্যর্থতায় ঢাকা মেট্রোর সংগ্রহ ছিল মাত্র ১০৭ রান। লক্ষ্য তাড়ায় রংপুরকেও বেশ বেগ পেতে হয়েছে, শেষ পর্যন্ত ৪ বল এবং ৪ উইকেট হাতে রেখে তারা জিতেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে মেট্রো আগে ব্যাটিং করে। নির্ধারিত ২০ ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে টেনেটুনে ১০৭ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা মেট্রো। তাদের পক্ষে ৪২ বলে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন ইমরানউজ্জামান। এ ছাড়া ২৪ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব।
এর আগে শুরুটাই ভালো হয়য়নি টুর্নামেন্টে এতদিন পর্যন্ত অপরাজিত ঢাকা মেট্রোর। ৪.১ ওভারে দলীয় ২৪ রানেই ফেরেন অধিনায়ক নাঈম শেখ। ১২ বলে মাত্র ১১ রান করেন এই বাঁ-হাতি ওপেনার। এরপর নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মিছির করেছেন সাদমান ইসলাম (১৩), শামসুর রহমান শুভ (০) ও মার্শাল আইয়ুবরা (৩)। ততক্ষণ পর্যন্ত একপ্রান্ত আগলে রাখা ইমরানউজ্জামানও দম হারিয়ে ফিরলেন ধীরগতির ইনিংস খেলে। ৪২ বলে তার ৩০ রানই অবশ্য ঢাকা মেট্রোর পুঁজি বাড়িয়েছে।
পরে সপ্তম উইকেট জুটি আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ২০ বলে ৩৪ রান তোলেন আবু হায়দার রনি। রনি ৮ বলে ১৬ এবং আমিনুল ২৪ বলে ২৩ রান করলে মেট্রোর দলীয় পুঁজি একশ পেরোয়। ২০ ওভার শেষে ৯ উইকেটে তাদের সংগ্রহ ১০৭ রান। বিপরীতে রংপুরের হয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট নেন রবিউল ইসলাম। আলাউদ্দিন বাবু নেন ২ উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় রংপুরকে যে পরীক্ষা দিতে হবে সেটি অনুমেয় ছিল। ৭.২ ওভারে ৩৮ রান তুলতেই তারা ২ উইকেট হারায়। সমান ১৭ রান করে দুই ওপেনার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন ধীরগতির শুরুর পর স্ট্রাইক রোটেট করার আগেই ফিরলেন। মূলত মেট্রোর দুই রকিবুল হাসান ও আলিস আল ইসলাম তাদের রানের টুটি চেপে ধরেন। পরবর্তীতে অভিজ্ঞ নাঈম ইসলাম (১৬), আকবর আলিরা (৭) দলের জন্য কার্যকর ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন।
মিডল অর্ডারে নামা তানবির হায়দার (২৬ বল) ও আরিফুল হক (২০ বল) সমান ২২ রান করলে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। যদিও আরিফুলের পর আলাউদ্দিন বাবুও আউট হয়ে তাদের শঙ্কায় ফেলে দেন শেষদিকে। অবশ্য ১৯.২ ওভারে তারা ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফাইনাল নিশ্চিত করেছে। মেট্রোর হয়ে ২টি উইকেট নেন শহীদুল ইসলাম।
এদিকে, পরাজিত ঢাকা মেট্রো ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পাচ্ছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা খুলনা বিভাগের মুখোমুখি হবে আগামীকাল (রোববার) দুপুর সোয়া ১টায়।
আমার বার্তা/এমই