আগুনে বোলিংয়ে ৭ উইকেট তাসকিনের, ঢাকার সংগ্রহ ১৭৪

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গায়ে কাঁটা ফোটা উত্তরের বাতাস, হাত-পা আড়ষ্ট হয়ে আসা শীতে আগুন ঝরানো বোলিং করেছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। শুরুতে ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে আউট করেন তিনি। শেষ পর্যন্ত তুলে নেন ৭ উইকেট।

তাসকিনের তোপ সামলে ভালো ব্যাটিং করেছেন স্টিফেন স্কিনাজি ও শাহাদাত হোসেন দিপু। মধ্যে থিসারা পেরেরা, রাঞ্জানার ব্যাটে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে ঢাকা ক্যাপিটালস।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হতে পারে ভেবেই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। দলের ১৪ রানে সাজঘরে ফিরে যান লিটন দাস ও তানজিদ তামিম। আগের ম্যাচে রানে ফেরার আভাস দেওয়া লিটন এদিন রানের খাতা খুলতে পারেননি। তানজিদ ফিরে যান ৯ রান। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাটার স্কিনাজি ও চট্টগ্রামের ছেলে দিপুর ব্যাটে ৭৯ রান যোগ করেন।

৩০ বছর বয়সী স্কিনাজি ২৯ বলে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেন। ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন এই ব্যাটার। জাতীয় দলের হয়ে টেস্ট খেলা দিপুর ব্যাট থেকে আসে ৪১ বলে ৫০ রানের ইনিংস। তিনি সাতটি চারের শটে ওই রান করেন।

শেষ দিকে থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ইনিংস খেলেন। ঢাকার অধিনায়ক দুটি ছক্কা ও একটি চারের শট মারেন। শুভাম রঞ্জানে খেলেন ১৩ বলে ২৪ রানের ইনিংস। এছাড়া আলাউদ্দিন বাবু ১৩ রান যোগ করেন।

জাতীয় দলের পেসার তাসকিন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন। যেকোন পর্যায়ে সাদা বলে যা তার ক্যারিয়ার সেরা বোলিং। তাসকিন ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে ইনিংসে ২৮ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছেন। লিস্ট  ‘এ’ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ২৮ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০তে তার সেরা বোলিং লিগার ১৬ রানে ৪ উইকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে যা ছিল ৩১ রানে ৫ উইকেট।


আমার বার্তা/এমই