দুইশোর আগেই শেষ ভারত, শেষ বেলায় হোঁচট খেলো অস্ট্রেলিয়া
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
সিডনির ঘাসে ঢাকা উইকেটে অস্ট্রেলিয়ার পেসারদের তোপ। বড় ইনিংস খেলতে পারেননি ভারতের কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশোর আগেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে অজিরা। ১৭৬ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।
শুক্রবার (৩ জানুয়ারি) বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের প্রথম দীনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের তোপে ১৮৫ রানে অলআউট হয় সফরকারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এ দিন ব্যর্থ হন ফর্মে থাকা ওপেনার যশস্বী জয়সওয়াল। তার সঙ্গে ব্যর্থ লোকেশ রাহুল। জয়সওয়াল ১০ ও রাহুল ৪ রান করে আউট হন।
এরপর বিরাট কোহলি ও শুভমান গিল মিলে শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে থিতু হতে পারেননি তারা। গিল ২০ ও কোহলি ১৭ রানে ফিরলে বিপদ বাড়ে ভারতের।
এরপর ঋঝভ পন্থ ও রবীন্দ্র জাদেজা মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৮ রানের জুটি গড়েন তারা। তবে ৯৮ বলে ৪০ রান করে পন্থ আউট হলে আবারও ধস নামে ভারতের ব্যাটিং লাইনে।
জাদেজা ২৬ ও নীতিশ কুমার রেড্ডি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭২ ওভার ২ বলে ১৮৫ রান অলআউট হয় ভারত।
জবাবে দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ১০ বলে ২ রান করে জসপ্রীত বুমরাহর বলে আউট হন অজি ওপেনার উসমান খাজা। ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে স্বাগতিকরা। ৮ বলে ৭ রানে অপরাজিত আছেন স্যাম কনস্টাস।