ফখরকে ফিরিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় সবার থেকে গিয়ে থাকবে দ্য ম্যান ইন গ্রিনরা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। তাই এবার শিরোপা ধরে রাখার মিশন পাকিস্তানের সামনে। আর এই মিশনের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন সদ্য সাদা বলের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ান। স্বাগতিকদের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ১৮জনকে।

যেখানে জায়গা পেয়েছেন বহুল আলোচিত ক্রিকেটার ফখর জামান। কদিন আগেও তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি তাকে দলে না রাখার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। কিন্তু ১৮ সদস্যের দলে জায়গা মিলেছে সবশেষ ২০১৭ আসরের ম্যান অব দ্য ফাইনাল হওয়া ফখর জামানের।

আরেক চমকের নাম ইমাম উল হক। ফখর জামানের মতোই বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলে উপেক্ষিত ছিলেন ইমাম। ফখর জামানের উপেক্ষিত থাকার কারণ ছিল বোর্ডের সমালোচনা করা। আর ইমাম উল হক বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। কিন্তু এই দুই ক্রিকেটারকেই পিসিবি ফিরিয়ে এনেছে অভিজ্ঞতার বিবেচনায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজির মতো নতুনদেরও রাখা হয়েছে দলে।

পেস বোলিং বিভাগটা বরাবরের মতোই শক্তিশালী পাকিস্তানের জন্য। শাহিন, নাসিম এবং হারিসের দুর্দান্ত ত্রয়ী আক্রমণের বাইরে আছেন মোহাম্মদ হাসনাইন এবং আব্বাস আফ্রিদির মতো পরিক্ষীত মুখ।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম সামাটিভি জানিয়েছে, এখনই ১৫ সদস্যের চূড়ান্ত দল আইসিসির কাছে প্রেরণ করেনি পিসিবি। ১৮ জনের সংক্ষিপ্ত এই দলটাই তারা জমা দিয়েছে আইসিসির কাছে। চূড়ান্ত দল ঘোষণার সময়ে ১৫ জনে নামিয়ে আনা হবে স্কোয়াড।

পাকিস্তানের প্রাথমিক দল:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।


আমার বার্তা/জেএইচ