ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৭:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (১ বছর মেয়াদি) পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ০৫ শতাংশ। পরীক্ষার ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম এ ফল প্রকাশ করেন। তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মাধ্যমে সেশনজট মুক্ত করার নির্দেশ দেন।

এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান ভাইস-চ্যান্সেলরের হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ অলী উল্লাহ, রেজিস্ট্রার মো. আইয়ুব হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।


আমার বার্তা/এমই