গাজার ওপর ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে নেমেছে ক্রীড়াঙ্গনের তারকারা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১০:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরাইল। প্রতিদিনই বাড়ছে লাশের মিছিল। গাজার ওপর এমন ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে নেমেছে বিশ্বের আপামর জনতা, ঘৃণা ও নিন্দা জানানো হচ্ছে বাংলাদেশ থেকেও। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও।

গাজা নিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন মুশফিকুর রহিম। তার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ফেসবুকে ফিলিস্তিনের পতাকা জুড়ে দিয়ে মুশফিক সৃষ্টিকর্তার কাছে নির্যাতিতদের জন্য সাহায্য চেয়েছেন।
গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে মুশফিক লিখেছেন, ‘হে আল্লাহ, নির্যাতিত সবাইকে সাহায্য করুন। হে আল্লাহ তাদের রক্ষাকারী হন, সাহায্যকারী হন, সমর্থক হন এবং শক্তি বাড়িয়ে দেন।’

একদিন আগে গাজার ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করে নাহিদ রানা লেখেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’


আমার বার্তা/এল/এমই