টেস্ট অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১১:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ দলের অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে। তাই এই দলের সঙ্গে খেলতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন টাইগাররা। সেই ‘প্রিয়’ প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের সুন্দর স্টেডিয়ামগুলোর অন্যতম একটি এই সিলেট স্টেডিয়াম। সবুজ পাহাড়-টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি। এমন সুন্দর স্টেডিয়ামে খেলা হলেও দর্শক টানা যায়নি।
দিনের সকালে গ্যালারি ছিল একদম ফাঁকা। এবার এই সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজটি সম্প্রচার করছে শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তাই মনে করা হয়েছিল মাঠে দর্শক উপস্থিতি বেশি থাকবে। কিন্তু প্রথম দিনের শুরুতে গ্যালারি একেবারে ফাঁকা দেখা গেছে।
৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ২৩ বলে ১২ রান করে সাজঘরে ফিরে গেছেন ওপেনার সাদমান ইসলাম।
আমার বার্তা/এল/এমই