রাজস্থান রয়্যালসের অভিষেক ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন বৈভব

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আইপিএল নিলামে দল পান ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। দল পাওয়ার পরই বেশ আলোচনায় আসেন ভারতের এই ক্রিকেটার। মাত্র ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলট-পালট করলেন বৈভব।

শনিবার (২০ এপ্রিল) জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে অভিষেক হয় বৈভবের। লখনউয়ের পেসার শার্দুল ঠাকুরকে ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকান ১৪ বছর বয়সী এই ক্রিকেটার।

রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন বৈভব। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে খেলতে নেমে আইপিএল ইতিহাসে অভিষেকেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে গেলেন তিনি। শুধু এই রেকর্ডই নয়, আরও দুটি রেকর্ড গড়েছেন বৈভব।


 

আমার বার্তা/এল/এমই