কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা ভারতের

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে একটা চাপা গুঞ্জন ছিল। এ ছাড়া আরও বেশ কয়েকজন ক্রিকেটারও ছিলেন চর্চায়। এমন আলোচনার মধ্যেই আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিরাট কোহলি এবং রোহিত শর্মা আগের মতোই এ+ ক্যাটাগরিতে রয়েছেন। বোর্ডের কথা না শুনে শাস্তি পাওয়া ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার আবারও চুক্তির আওতায় ফিরেছেন। ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫— এই সময়কালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গত মৌসুমে দেশটির বোর্ডের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেট খেলেননি শ্রেয়াস এবং ঈশান। পরের দিকে শ্রেয়াস খেললেও ঈশান বেশ কিছু দিন ‘নিরুদ্দেশ’ ছিলেন। তাদের এমন আচরণ ভালোভাবে নেয়নি বিসিসিআই। শাস্তি হিসাবে গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাদের। নতুন চুক্তিতে শ্রেয়াস জায়গা পাবেন বলে মনে করা হচ্ছিল। তবে ঈশানকে নিয়ে অনিশ্চয়তা ছিল। সোমবার বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার পর সেই জল্পনার অবসান হয়।

এ ছাড়া মনে করা হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ইতোমধ্যে অবসর নেওয়ায় কোহলি এবং রোহিতের বেতন কমতে পারে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটও এখন খুব বেশি খেলা হয় না। সেই অর্থে কোহলি এবং রোহিত এখন মূলত টেস্ট ক্রিকেট খেলেন। তবে দুই সিনিয়র ক্রিকেটারের টাকা কমায়নি দেশটির বোর্ড। তাদের সঙ্গে এ+ বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।

‘এ’ বিভাগে জায়গা পেয়েছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, মোহাম্মদ শামি, ঋষভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া। পান্ত গত বছর ছিলেন ‘বি’ বিভাগে। এবার তিনি ‘এ’ বিভাগে উঠে এসেছেন। ‘বি’ বিভাগে জায়গা পেয়েছেন পাঁচ জন ক্রিকেটার। তারা হলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়াস।

‘সি’ বিভাগে জায়গা পেয়েছেন ১৯জন ক্রিকেটার। তারা হলেন রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবাম দুবে, রবি বিষ্ণুই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পতীদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা এবং ঈশান।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় এবার মোট ৩৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। গতবার এই সংখ্যা ছিল ৩০। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন স্বাভাবিকভাবেই তালিকায় জায়গা পাননি। ‘এ’ বিভাগে তার জায়গাতেই পান্ত উঠে এসেছেন। এ ছাড়াও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি শার্দুল ঠাকুর, জীতেশ শর্মা, শ্রীকর ভরত এবং আবেশ খান। নতুন জায়গা পেয়েছেন ন’জন ক্রিকেটার। তারা হলেন আকাশ, সরফরাজ, বরুণ, হার্ষিত, অভিষেক, শ্রেয়াস, ঈশান, ধ্রুব এবং নীতীশ।


আমার বার্তা/এল/এমই