ফুটবল ম্যাচে শেষ পর্যন্ত বার্সেলোনাই জিতবে: কোপা দেল রে

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ম্যাচে বার্সেলোনা গোল করেছে তিনটি, একটিও তাঁর নয়। তবে দুটি গোলে তিনি সহযোগিতা করেছেন। অবদান আছে সতীর্থদের গুরুত্বপূর্ণ পাস দেওয়া, রিয়াল মাদ্রিদ রক্ষণে প্রতিনিয়ত হুমকি তৈরিতেও। তবে আরেকটা কৃতিত্ব চাইলেই দাবি করতে পারেন লামিনে ইয়ামাল।

গতকাল রাতের কোপা দেল রে ফাইনালের আগেই বলেছিলেন, ম্যাচে যে পরিস্থিতিই তৈরি হোক—শেষ পর্যন্ত বার্সেলোনাই জিতবে। কারণ, চলতি মৌসুমে রিয়াল বার্সার সঙ্গে পারবেই না।

পারেওনি। ২০২৪–২৫ মৌসুমে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বার্সা–রিয়াল। বার্সা জিতেছে প্রতিবার, যার সর্বশেষটি গতকাল কোপা দেল রের ফাইনালে।

রিয়ালকে ৩–২ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জয়ের পর মাঠেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচের আগে রোনাল্ড আরাউহোর সঙ্গে কথোপকথনের কথা তুলে ধরে বলেন, ‘হোটেলে আমার সঙ্গে আরাউহোর যখন কথা হচ্ছিল, তখন বলেছিলাম “আমরা এক গোল করলেই আর কোনো সমস্যা হবে না।

আর যদি ওরা দুই গোল করে ফেলে? তবুও সমস্যা নেই। এই বছর ওরা আমাদের সামলাতে পারবে না।” আমরা সেটাই করে দেখালাম।’

কোপা দেল রের আগে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫–২ গোলে জিতেছিল বার্সেলোনা। তারও আগে লা লিগায় এল ক্লাসিকোর প্রথম লেগে ইয়ামালদের জয় ছিল ৪–০ গোলে। সেই ম্যাচটি ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে।

 

আমার বার্তা/এল/এমই