নাটকীয়তার জন্ম দিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হলেন জাবি আলোনসো

প্রকাশ : ১২ মে ২০২৫, ১৫:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

কথা ছিল, নতুন মৌসুম থেকেই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আসবেন জাবি আলোনসো। আনুষ্ঠানিক ঘোষণার জন্যই কেবল অপেক্ষা ছিল। কিন্তু, প্রত্যাশিত সেই ঘটনাতেই কিছুটা নাটকীয়তার রঙ চড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুম না, ক্লাব বিশ্বকাপ থেকেই লস-ব্লাঙ্কোসদের কোচ হিসেবে দেখা যাবে জাবি আলোনসোকে।

সাবেক এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারকে তিন বছরের জন্য দলের কোচ হিসেবে এনেছে রিয়াল মাদ্রিদ। স্কাই ইতালিয়ার সাংবাদিক এবং ফুটবল দলবদলের বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো তার বিখ্যাত ‘হিয়ার উই গো’ টুইট দিয়ে নিশ্চিত করেছেন জাবি আলোনসোর মাদ্রিদে আসার খবর। একইসঙ্গে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে, মাদ্রিদভিত্তিক বেশ কিছু সংবাদমাধ্যম।

নতুন মৌসুমকে সামনে রেখে এবারে রিয়াল মাদ্রিদের বেশ ব্যস্ত সময় পার করার কথা। সেটারই দ্বিতীয় সংযোজন হলেন জাবি আলোনসো। এর আগে লিভারপুল থেকে ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে দলে টেনেছে তারা।


আমার বার্তা/জেএইচ