বার্সেলোনার নাটকীয় প্রত্যাবর্তন

প্রকাশ : ১২ মে ২০২৫, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

 চলমান স্প্যানিশ লা লিগার শিরোপার দৌড়ে টিকে ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। যদিও কাতালানরা খানিকটা এগিয়ে ছিল লস ব্লাঙ্কোদের থেকে। তবুও মৌসুমের শেষ ল ক্লাসিকোটা দাঁড়িয়ে ছিল অঘোষিত ফাইনাল হিসেবেই। যেখানে দুই গোলে পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। তাতে মৌসুমের সব কটি এল ক্লাসিকোতেই হারের স্বাদ নিলো রিয়াল মাদ্রিদ।

গতকালকের ম্যাচটা যেন রূপকথা, আর মঞ্চটা লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়াম! ম্যাচের মাত্র ১৪ মিনিটেই রিয়ালের ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে বার্সাকে চাপে ফেলে দেন। একটিতে পেনাল্টি, আরেকটি দুর্দান্ত ফিনিশ। মনে হচ্ছিল, এ দিনটা শুধু রিয়ালের। তবে তা হয়নি।

এরিক গার্সিয়ার কর্নার থেকে হেড, তারপর লামিন ইয়ামালের বাম পায়ের জাদু তাদের সমতাসূচক গোলগুলো যেন হাওয়ার বদল আনল। এরপর এল রাফিনহার ঝড়। এক গোল ঠান্ডা মাথায়, আরেকটা হেডে মাদ্রিদের রক্ষণ ভেঙে চুরমার। প্রথমার্ধেই চার গোল! দর্শকরা উঠে দাঁড়িয়ে চিৎকার করছে, বার্সার নাম নিচ্ছে যেন কোরাসে।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন বটে, কিন্তু জয় ছিনিয়ে নিতে পারেননি। শেষ দিকে ভিএআরে বাতিল হয়েছে বার্সার আরেকটি গোল। কিন্তু শেষ পর্যন্ত জয় ধরা দিয়েছে বার্সার হাতেই। এ জয়ে ৩৫ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করল বার্সেলোনা। তিন রাউন্ড বাকি থাকতে তাদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়ায় রিয়ালের শিরোপা ধরে রাখার পথ বহুগুণ কঠিন হয়ে গেল।

আগামী বৃহস্পতিবার প্রতিবেশী এসপানিওলের বিপক্ষে জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনা, অথবা তার আগে বুধবার মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদ হারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে কাতালানরা।


আমার বার্তা অনলাইন: