প্রোটিয়াদের ৩০১ তাড়া করে জিতলেন আকবররা

প্রকাশ : ১২ মে ২০২৫, ১৯:০৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং পুরুষ ক্রিকেট দল। প্রোটিয়াদের করা ৩০১ রান দুই বল হাতে থাকতে পাড়ি দিয়েছে মফিজুল ইসলাম-আকবর আলীরা।

সোমবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। প্রোটিয়া ইমার্জিং দলের মিডল অর্ডার ব্যাটার কনর ইস্তারহুইজেনের ৭১ রান ও লোয়ার মিডলের আন্দিলে সিমেলেনের ৬১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান তোলে সফরকারী দল।

এছাড়া ওপেনার মেকা-এল প্রিন্স ৩৫, তিনে নামা জর্জ ফন হের্ডেন ২২ এবং মিডল অর্ডারে ডিয়ান মারিয়াস ৩১ ও তিয়ান ফন ভুরেন ২৬ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে মফিজুল ও জিসান আলম ৫১ রান যোগ করেন। জিসান ২৭ বলে ৩১ রান করে ফিরে যান। তিনে নামা প্রিতম কুমার ১৭ ও চারে নামা আহরার আমিন ৩৬ রান যোগ করেন। ওপেনার মফিজুল দলের পক্ষে ৮৯ বলে সর্বোচ্চ ৮৭ রান করেন। তিনি আটটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন।

লোয়ারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আকবর আলী ও রাকিবুল হাসান ঝড়ো ব্যাটিং করে দলকে জয় এনে দেন। আকবর ২৪ বলে ৪১ রান করে আউট হন। তিনি চারটি চার ও দুটি ছক্কা তোলেন। রাকিবুল ১০ বলে ২৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তিন ছক্কা মারেন এই বাঁ-হাতি স্পিনার। তোয়াফেল আহমেদ ২০ বলে ২৪ রান করেন। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে রিপন মন্ডল ৩টি ও আহরার আমিন ২ উইকেট নেন।


আমার বার্তা/এমই