এশিয়া থেকে একটি দল সরাসরি সুযোগ পাবে অলিম্পিক ক্রিকেটে
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে থাকবে ছয়টি করে দল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বিষয়টি চূড়ান্ত করে সূচি ও ঘোষণা করেছে ইতিমধ্যে।
অলিম্পিকে মাত্র ছয়টি দল খেলায় এশিয়া থেকে মাত্র একটি দল সুযোগ পাবে সরাসরি। আর বাছাইপর্ব পার করতে পারলে হয়তো দুইটি দল খেলতে পারে অলিম্পিকে। ২০২৮ অলিম্পিকে স্বাগতিক যুক্তরাষ্ট্র। যার কারণে সরাসরি যুক্তরাষ্ট্র জায়গা করে নেবে। বাকি পাঁচটি জায়গার মধ্যে চারটি যাবে অঞ্চলভিত্তিক শীর্ষ র্যাঙ্কিংধারী দলদের কাছে।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি অলিম্পিকে অংশগ্রহণের জন্য অঞ্চলভিত্তিক র্যাঙ্কিংকে প্রাধান্য দিতে চায়। ফলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওসেনিয়া থেকে একটি দল সরাসরি যাবে। আর বাকি একটি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
এ অবস্থায় এশিয়া থেকে কেবল একটি দলই সরাসরি যাবে অলিম্পিকে। ফলে ভারত-পাকিস্তানের মতো দুই পরাশক্তিকে হয়তো দেখা যাবে না লস অ্যাঞ্জেলেসের মঞ্চে— যদি না তারা বাছাইপর্ব পেরিয়ে যায়।
এরই মধ্যে অলিম্পিকে অংশ নেয়া নিয়ে উইন্ডিজ দলকেও আলাদা করে ভাবতে হচ্ছে। একাধিক দ্বীপ নিয়ে গঠিত এই দলটি কোনো স্বীকৃত রাষ্ট্র নয়। ফলে তাদের অলিম্পিকে অংশ নেয়ার জন্য আলাদা দেশ হিসেবে খেলতে হবে বাছাইপর্বে।
এদিকে নারীদের ক্ষেত্রে অলিম্পিকে অংশগ্রহণ নির্ধারণ করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে যুক্তরাষ্ট্রের নারীদের অংশগ্রহণ নিয়েও এখনও অনিশ্চয়তা রয়েছে।
আমার বার্তা/এল/এমই