ভাঙা কাঁধে দায়িত্ব নিয়েও পারলেন না ওকস, অবিশ্বাস্য জয় ভারতের
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৭:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে শেষ দিনের রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন জেমি ওভারটন! তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ।
পরের ১০ রান তুলতে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে ১৭ রানে। তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ। তাতে ৬ রানের জয় পায় ভারত। রোমাঞ্চকর টেস্ট সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।
নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ২২৪ রান করেছিল ভারত। ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩৯৬ রান করে ভারত। এরপর ৩৭৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৬৭ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।
৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার স্মিথ ও ওভারটন আজ আবারো ব্যাটিং শুরু করেন। ২ রান নিয়ে খেলতে নেমে আজ আর কোনো রান যোগ করতে পারেননি স্মিথ। সিরাজের অফ স্টাম্পের বাইরের লেংথ বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন।
স্মিথ দ্রুত ফিরলেও ইংলিশদের স্বপ্ন তখনও বেঁচে ছিল। কারণ ওভারটন ও আটকিনসন কিছুটা হলেও ব্যাটিং করতে পারেন। অষ্টম উইকেট জুটিতে দুজনে দেখে-শুনে খেলার চেষ্টা করছিলেন। তবে আবারো ইংলিশদের যম হয়ে হাজির হন সিরাজ! ৯ রান করা ওভারটনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ইংলিশদের ম্যাচ থেকে দূড়ে ঠেলে দেন এই পেসার।
তখন সমীকরণ দাঁড়ায় ইংল্যান্ডের প্রয়োজন ১৭ রান, ভারতের এক উইকেট। তার মধ্যে আবার ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে উইকেটে আসেন ক্রিস ওকস। ফলে এমন জায়গা থেকে ভারতই ফেভারিট ছিল। তবে আটকিনসন যেন হাল ছাড়তে চান না। তিনি এক প্রান্তে রান তুলে ব্যবধান কমানোর চেষ্টা করেন। একই সঙ্গে ওভারের শেষ বলে এক রান নিয়ে নিজের কাছে স্ট্রাইকও রাখেন! এভাবে এক ছক্কায় আরো ১০ রান তুলেন আটকিনসন। তবে জয় থেকে ৭ রান দূরে থাকতে আটকিনসন বোল্ড হয়েছেন সিরাজের বলে।
আমার বার্তা/এমই